জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার—১৯৬০ সালে ইংল্যান্ডের লিভারপুলে এ চারজন মিলে দ্য বিটলস নামে যে ব্যান্ড তৈরি করেন, পরবর্তী এক দশক ধরে তা রাজত্ব করে বিশ্বজুড়ে।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর ৭০-এর দশকে বিটলসের অন্যতম ভোকাল জন লেনন ‘নাও অ্যান্ড দেন’ শিরোনামের ওই গানটির একটি ডেমো রেকর্ডিং করেছিলেন। পরে সেই রেকর্ডিংয়ের ওপর ভিত্তি করেই গত বছর গানটি নতুন করে কম্পোজ করেন দলের বেঁচে থাকা সদস্য স্যার পল ম্যাককার্টনি ও স্যার রিঙ্গোস্টার।
পপ গানের কিংবদন্তি জন লেননের জন্মদিন আজ। তাঁর জন্ম ১৯৪০ সালের ৯ অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, লেখক ও শান্তিকর্মী।
ষাটের দশকে দুনিয়াজুড়ে হুলুস্থুল ফেলে দেওয়া রক ব্যান্ড বিটলস। লাখ লাখ ভক্তের হৃদয় ভেঙে অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক সময় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এই ব্যান্ড দল। এই ভাঙনের দায় পুরোটাই দেওয়া হয় স্যার পল ম্যাককার্টনির ওপর। গত ৫০ বছর ধরে নিজের ঘাড়ে এই দায় নিয়ে চলছেন ম্যাককার্টনি।